রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

বার্তা সম্পাদকঃ মোঃ ছাদিকুর রহমান, দৈনিক মানবাধিকার সংবাদ।
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে
ও সহকারী শিক্ষক মোঃ শহীদুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাবাজ মিয়া।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের শহিদ মিনারে পুস্পস্তপক অর্পন, সৃতিপরিক্ষা, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খাদিজা বেগম, সিনিয়র শিক্ষক মলয় কান্তি দাস, মোঃ হেলাল আহমদ, মোঃ মুক্তার হোসেন, মোঃ রাব্বানী মন্ডল, মোঃ মোতাসিন বিল্লাহ, স্নিগ্ধা রানী ভৌমিক, সরমা সিংহ, নীলিমা রহমান ঈসিতা, দিলরুবা আলম, সাবিনা ইয়াসমিন, সালমা বেগম প্রমূখ।
সর্বশেষে সভাপতি মোঃ ইসলাম উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।