প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় নিম্ম ও মধ্যেম আয়ের সাধারণ জনগণের মাঝে টি সি পির পন্য বিতরণ”

মোঃ শামীম জেলা প্রতিনিধি পটুয়াখালী।
আজ রোজ শুক্রবার ২৫/০৩/২০২২ তারিখ গলাচিপা উপজেলার ১নং আমখোলা ইউনিয়নে চারটি স্হানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রচেষ্টায় সাধারণ জনগণের মাঝে টি সি পির পন্য বিতরণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশীষ কুমার ও ১নং আমখোলা ইউনিয়নের সুনামধন্য দুবারের সফল চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির হাওলাদার।
আমখোলা ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ এর ঘাটী হিসাবে পরিচিতি ঐতিহাসিক মদির হাট বাজারে সরকারের দেয়া সাধারণ জনগণের মাঝে প্রতিটি রেশন কার্ডে দুই কেজি চিনি, দুই কেজি মুশুরুডাল, দুই লিটার সয়াবিন তেল। এভাবেই প্রতিটি ওয়ার্ডে তিন শতাধিকের অধিক জনগণের মাঝে খাদ্য সামগ্রিক বিক্রি করা হয়।উক্ত টি সি পির কমদামে খাদ্য সামগ্রিক সাধারণ জনগণ পেয়ে অনেক খুশি এবং সকল জনগণের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করা হয়।