বিশ্বের ১১৮ টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ

বার্তা সম্পাদকঃ মোঃ ছাদিকুর রহমান, দৈনিক মানবাধিকার সংবাদ।
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ। বিশ্বের ১১৮টি দেশের মধ্যে সবার ওপরে অবস্থা করছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ মার্চ) ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এক সমীক্ষায় এ তথ্য জানিয়েছে। সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় দুইয়ে অবস্থান করছে ঢাকা।
ইনডেক্সে আজকের আজকের দিনে ঢাকার বায়ুকে সবচেয়ে দূষিত বলে উল্লেখ করা হয়েছে। বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট দেশ ও শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং কোনো প্রকার ঝুঁকি আছে কিনা সে ব্যাপারে জানায়।
দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
বাংলাদেশ আগের বছরের মতো ২০২১ সালেও সবচেয়ে দূষিত দেশের স্বীকৃতি পেয়েছে। সারা বিশ্বে প্রতি ১০ জনের ৯ জনই দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতিবছর নিম্ন ও মধ্য আয়ের দেশে অন্তত ৭০ লাখ মানুষের অকাল প্রাণহানি ঘটে বলে জানিয়েছে জাতিসংঘ।