বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে বর্তমান সভাপতি ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাটকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় দেখতে চায় পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । আজ (২০ মার্চ ) সকালে পঞ্চগড়ের বিভিন্ন সড়কে দেখা যায় জেলা, সদর উপজেলা, পৌর, কুলি, হকার্স , নির্মাণ, সেলুন, ব্যাংক-বীমা ও জাতীয় শ্রমিক লীগ পঞ্চগড় জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন । এসময় পঞ্চগড় জেলার আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে একটি বিশাল র্যালী বের করে জাতীয় শ্রমিক লীগ এ সময় সবার মাথায় একটি করে ক্যাপ পড়া ছিল। ক্যাপ এর মধ্যে সাদা অক্ষরে খুদে করে লেখা ছিল পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল হোক এবং পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।