রাশিয়া-চীন সম্পর্ক আরও শক্তিশালী হবে’
বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ও চীনের মধ্যে যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে সেটি আরও গভীর ও শক্তিশালী হবে। শনিবার এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। খবর ইন্টারফ্যাক্সের।
ইউক্রেনে হামলায় রাশিয়াকে চীন যেন কোনো প্রকার সহযোগিতা না করে এ ব্যাপারে হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে শুক্রবার প্রায় দুই ঘণ্টা ভিডিও কলে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জিংপিংকে সতর্ক করে বলেন, চীন কোনো সহযোগিতা করলে এর মাশুল তাদের দিতে হবে।
চীনের প্রেসিডেন্টকে বাইডেন হুশিয়ারি দেওয়ার পরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন।
এ ব্যাপারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী হবে। কারণ পশ্চিমারা বিশ্ব যে পদ্ধতির ওপর প্রতিষ্ঠিত সেটিকে অবমূল্যায়ন করছে।
তিনি আরও বলেন, বিশ্বের দুই সুপার পাওয়ার হিসেবে আমাদের অবশ্যই ভাবতে হবে কিভাবে এমন পথিবীতে এগিয়ে যাব।
গত সপ্তাহে খবর বের হয় চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া। এরপরই চীনকে হুশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র। তবে এমন খবরকে ভিত্তিহীন হিসেবে অভিহিত করে চীন-রাশিয়া দুই দেশই।
সূত্র: আল জাজিরা