পঞ্চগড়ে মিথ্যা মামলার প্রতিবাদে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড় সদর উপজেলার টুনির হাট বাজার বণিক সমিতির ছয় সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বাজারের ব্যবসায়ীরা । শনিবার (১৮-জুন) দুপুরে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে বাজারসংশ্লিষ্ট দোকান ব্যবসায়ী ও মালিকরা । উল্লেখ্য টুনিরহাট বাজারের ভাড়াটে দোকান ব্যবসায়ী মোঃ আছিরুল হক প্রধান দোকান মালিকের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসতেছেন । পরবর্তীতে দোকান মালিক জামানতের টাকা ভাড়াটিয়াকে ফেরত দিয়ে দোকান বুঝিয়া চাইলে ভাড়াটিয়া প্রকৃত মালিকের কাছে দোকান ঘর হস্তান্তর এর পরিবর্তে নানা ধরনের তালবাহানা শুরু করে ।বিষয়টি নিয়ে মালিকপক্ষ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ জানালে, বণিক সমিতির পক্ষ থেকে ভাড়াটিয়াকে প্রকৃত মালিকের কাছে দোকান হস্তান্তরের নির্দেশ প্রদান করে । কিন্তু ভাড়াটিয়া দোকান ঘর হস্তান্তর না করে উল্টো বাজার বণিক সমিতির সভাপতি সহ ছয় জনের বিরুদ্ধে আদালতে লিখিত অভিযোগ করেন । যার পরিপ্রেক্ষিতে কয়েক দফায় প্রতিবাদ জানান বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ সহ সকল সদস্যরা । এতে আশানুরূপ প্রতিকার না পেয়ে আজ ব্যবসায়ীরা দোকান প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়কে অবরোধ কর্মসূচি পালন করে । প্রায় ঘণ্টাব্যাপি চলা অবরোধ দের কারণে সড়কে বেশ যানজট সৃষ্টি হয় । অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন একজন ভাড়াটিয়া যদি দোকান মালিকের কাছ থেকে দোকানঘর ভাড়া নিয়ে পরবর্তীতে নিজেকে মালিক দাবি করে এবং প্রকৃত মালিকের কাছে দোকানঘর হস্তান্তরে টালবাহানা করে, সে ক্ষেত্রে এই বাজারে প্রায় এগারোশো ব্যবসায়ী রয়েছে যার বেশির ভাগ অংশই ঘর মালিকের কাছ থেকে দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছেন। পরবর্তীতে এই ভাড়াটে ব্যবসায়ীরা আর দোকান মালিকের কাছ থেকে ভাড়ায় ঘর পাবেন না । আমরা অনেকগুলো পরিবার সর্বস্বান্ত হয়ে যাব । অবরোধ কর্মসূচির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোকান মালিকের কাছে ঘর হস্তান্তরের দাবি জানানো হয় । পরবর্তীতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখবেন বলে সকলকে আশ্বস্ত করে সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানান । ব্যবসায়ীরা উপজেলা পরিষদ চেয়ারম্যান এর নির্দেশনায় আশ্বস্ত হয়ে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজী আল তারিক উপস্থিত ছিলেন ।