বালাগঞ্জে হত দরিদ্রদের মুখে হাসি ফোটালো রহিমা ফাউন্ডেশন

এম এ কাদির, বালাগঞ্জ ঃ
পবিত্র শবেবরাত ও রমজান মাস উপলক্ষে ২২ কেজি করে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে প্রায় দেড় শতাধিক দরিদ্র পরিবারের মুখে ফুটেছে আনন্দের হাসি। বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের তিলকচাঁনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নজাবত আলীর প্রয়াত সহধর্মিণীর নামে পরিচালিত রহিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে এই খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
রহিমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবীন ব্যক্তিত্ব নজাবত আলীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম।
ফাউন্ডেশন পরিবারের সদস্য মিজানুর আলীর সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আব্দুল মালেক, সাংবাদিক শামীম আহমদ, ফাউন্ডেশন পরিবারের সদস্য আনসার আলী, মতিউর রহমান, নাঈমুর রহমান, সমাজকর্মী সাবুল আহমদ, আবুল হাসান, রুশন মিয়া, ময়নুল ইসলাম, লয়লু মিয়া, জাকির হোসেন ও আব্দুল জলিল প্রমুখ।
এদিকে, রহিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রামের মসজিদে একটি এসি ও গ্রামের যৌথ পরিবারের মধ্যে একটি টিউবওয়েল দেয়া হয়েছে।
রহিমা ফাউন্ডেশন পরিবারের সদস্য নাঈমুর রহমান বলেন- গত বছরের ৬এপ্রিল আমার প্রয়াত চাচীর নামে এই ফাউন্ডেশন প্রতিষ্টা করা হয়েছে। এটি যুক্তরাজ্যের নিবন্ধিত একটি দাতব্য সংস্থা। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আশা করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের জন্য আমরা ব্যতিক্রমী কিছু করতে পারব।