বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই, আমরা স্বাধীনতা ও লাল সবুজ পতাকা পেয়েছি -অধ্যক্ষ পটুয়াখালী মেডিকেল কলেজ”

মোঃ শামীম জেলা প্রতিনিধি পটুয়াখালী।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই, আমরা স্বাধীনতা ও লাল সবুজ পতাকা পেয়েছি, প্রকৃত ইতিহাস জেনে বুঝে এবং আঁকড়ে ধরে যেন সবাই চলতে পারি এই হোক আজকের দিনের শপথ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোঃ ফায়জুল বাসার (বাবু) স্যার।
বৃহস্পতিবার (১৭মার্চ) পটুয়াখালী মেডিকেল কলেজে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, জম্ম বার্ষিকী উপলক্ষ্য কেক কেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি দিয়ে ফ্রি মেডিকেল টিম উদ্বোধন শেষে পটুয়াখালী মেডিকেল কলেজের ২নং লেকচার গ্যালারীতে আলোচনা সভায় বঙ্গবন্ধুর সৃতিচারন করে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পটুয়াখালী জেলা মেডিকেল এসোসিয়ান এর সভাপতি ডাক্তার মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংকৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দোগন।এ সময় উপস্থিত থাকেন পটুয়াখালী মেডিকেল কলেজের উপঅধ্যাক্ষ ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান, ডাক্তার মোঃ জিয়াউল করিম, ডাক্তার মোঃ মশিউর রহমান, ডাক্তার দিপক কির্ওনিয়া, ডাক্তার মোঃ অহিদুজ্জামান শামীম, ডাক্তার সিদ্ধার্থ শংকর স্যার সহ অন্যান্য শিক্ষকবৃন্দো।
আরো উপস্থিত থাকেন পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীগন সহ পটুয়াখালী মেডিকেল কলেজের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।