রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপন।

বার্তা সম্পাদকঃ মোঃ ছাদিকুর রহমান, দৈনিক মানবাধিকার সংবাদ।
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
প্রধান শিক্ষক মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে
ও সহকারী শিক্ষক মোঃ শহীদুল আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাবাজ মিয়া।
জাতীয় শিশু দিবস উদযাপন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন,চিত্রাংকন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
অনুষ্ঠানে জাতীয় শিশু দিবস’র গুরুত্ব ও বঙ্গবন্ধু’র জীবনী নিয়ে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছাঃ খাদিজা বেগম, সিনিয়র শিক্ষক মলয় কান্তি দাস, মোঃ হেলাল আহমদ, মোঃ মুক্তার হোসেন, মোঃ রাব্বানী মন্ডল, মোঃ মোতাসিন বিল্লাহ, স্নিগ্ধা রানী ভৌমিক, সরমা সিংহ, নীলিমা রহমান ঈসিতা, দিলরুবা আলম, সাবিনা ইয়াসমিন, সালমা বেগম প্রমূখ।
সর্বশেষে সভাপতি মোঃ ইসলাম উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।