পঞ্চগড়ে বাজার তদারকি অভিযান চলমান

।আবু সাঈদ পঞ্চগড় জেলা প্রতিনিধিঃআজ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, পঞ্চগড় এর সার্বিক নির্দেশনায় পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার রাজনগর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এ সময় ইসলাম ফ্লাওয়ারস এন্ড অয়েল মিলসকে তেলের বোতলের গায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে তেল বিক্রি করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৩০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয় ।এছাড়াও ব্যবসায়ীকে পরবর্তীতে এধরণের কাজ যাতে না করে সে ব্যাপারে সতর্ক করা হয়। সহযোগিতায় জেলা মার্কেটিং অফিসার ও পঞ্চগড় জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।