আদমদীঘি প্রেসক্লাবে মরহুম সাংবাদিক বেলালের স্বরণে শোক সভা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম বেলাল উদ্দিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ১৩ মার্চ বেলা ১১ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বেনজীর রহমান, সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, মিহির সরকার, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, এরশাদ আলী প্রমূখ। সভাশেষে মরহুম সাংবাদিক বেলাল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
#