০৭(সাত ) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ মাইক্রোবাস আটক

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে অদ্য ইং ১১/০৩/২০২২ তারিখ লালমনিরহাট থানাধীন কুলাঘাট ইউপির অন্তর্গত কুলঘাট মৌজাস্থ বারো হাত কালিরপাট মোড়ে পাকা রাস্তার উপর হইতে অজ্ঞাত নামা ০১ জন পলাতক আসামীর ফেলিয়া যাওয়া একটি পুরাতন ব্যবহারী ভাঙ্গাচুড়া মাইক্রোবাস (যাহার রেজি নং ঢাকা মেট্রো গ ১২-৪০৬৯) এর পিছনের ব্যাক ডালা খুলিয়া গাড়ীর বডির মধ্যে বিশেষ কায়দায় তৈরী বক্স হইতে তিন পোটলা মাদকদ্রব্য গাঁজা সর্বমোট (২.৫+২.৫+২)=০৭ (সাত) কেজি মুল্য অনুমান ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা, উদ্ধার পূর্বক ইং ১১/০৩/২০২২ তারিখ সময় রাত্রী ০৪.৫০ ঘটিকায় জব্দ করা হয়।
এই বিষয়ে লালমনিরহাট সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকারী এসআই(নিঃ) মোঃ আব্দুস সবুর মিয়া, এএসআই/মোঃ মোফাজ্জল হোসেন সহযোগিতায় সঙ্গীয় ফোর্স সকলেই ডিবি লালমনিরহাট।