Sun. Mar 26th, 2023

শান্তিগঞ্জে প্রবীণ আওয়ামী লীগ নেতা কাদির মেম্বারের জানাজা সম্পন্ন


কাজি সাদিকুর রহমান আতিক, শান্তিগঞ্জ প্রতিনিধি:শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, পাগলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি, চন্দ্রপুর জামে মসজিদের মোতোওয়াল্লী, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ও বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব হাজি আবদুল কাদির ওরফে কাদির মেম্বারের (৬৯) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ মার্চ) জুম্মা’র নামাজের পর পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে এ জানার নামাজ সম্পন্ন হয়। নামাজ পরিচালনা করেন মরহুমের ছোট ভাই, পশ্চিম পাগলা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজি মো. নূরুল হক।
ইক্বরা আইডিয়াল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাও. আজিজুর রহমানের পরিচালনায় জানাজার নামাজের পূর্বে শোক প্রকাশ ও  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আবদুল হেকিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম, কেন্দ্রিয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু,পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, আওয়ামীলীগ নেতা তেরাব আলী ও পাগলা সরকারি মডেল হাইস্কুুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক মো. শাহ জাহান। জানাজার নামাজ শেষে চন্দ্রপুর জামে মসজিদের সামনের পঞ্চায়েত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার, ১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে ৬৯ বছর বয়সে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রাক্তন মেম্বার আবদুল কাদির। তাঁর মৃত্যুতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় মরহুমের  বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com