দেবীগঞ্জের ব্যাংহারিতে স্বামীর সাথে অভিমান করে বউ আত্মহত্যা করলেন।

পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের ব্যাংহারি গ্রামের সুমিত্রা রানী সুমি (৩০)নামের এক গ্রহবধু আজ দুপুর১২ টার সময় ওড়না দিয়ে ঘরের ষরের সাথে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে।স্বামী বিশ্বনাথ বলেন আমি বউকে মারধর কিছুই করিনি শুধু ছেলমেয়ে দুজনকে দেখে না রাখার কারনে কয়েকটি কথা বলে বাজারে দোকান খুলে কাজ কজ করছিলাম দুপুরে মানুষের মাধ্যমে জানতেপারি আমার বউ ফাঁসিতে আত্মহত্যা করেছে।আমি বাজার থেকে গিয়ে দেখি ঘটনা সত্য। এব্যাপারে মেয়ের মা বাবা বলেন আমার মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে সুতরাং আমরা এর সঠিক বিচার চাই।স্বামীর পক্ষ থেকে দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।পরে তদন্ত অফিসার এসআই শহিদুল ইসলাম লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েন দেন।