পঞ্চগড়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায় ১ম সংশোধন ” প্রকল্পের আওতায় দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বুধবার বোদা উপজেলার পাহাড়ডাংগা গ্রাম ও বালাভীর গোয়ালপাড়া গ্রামে উন্মুক্ত উঠান বৈঠকেপঞ্চগড় জেলা তথ্য অফিস বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ প্রচার করছে পঞ্চগড় জেলা তথ্য অফিস। এসময় নারীদের উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন, নারীদের পারিবারিক নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ করা, মাদক মুক্ত সমাজ গড়া, শিশুশ্রম বন্ধ করা, শিশু সুরক্ষা ও দূষণমুক্ত পরিবেশ গড়ার বিষয়ে আলোচনা করেন , জেলা তথ্য অফিসের সূত্রে জানা জানায়, উঠান বৈঠকে শিশু ও নারী উন্নয়নে সচেতনতাসহ প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ প্রচার করা হচ্ছে। এ ছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা তথ্য অফিস জেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা সাধারণ মানুষকে সচেতন করতে জনসমাগম এলাকায় সচেতনতামূলক উঠান বৈঠক করছে। বৈঠকে ইউনিয়ন ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যৱা উপস্থিত ছিলেন । সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা তথ্য অফিসার মো: হায়দার আলী । এবিষয়ে এলাকার নারী ও শিশুরা এতে অংশগ্রহণ করেন।