পঞ্চগড়ের বোদা থানা কর্তৃক মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

আবু সাইদ প্রতিনিধি পঞ্চগড়ঃগতকাল একটি বিশেষ অভিযানে জেলার বোদা উপজেলা থেকে কুড়ি পওচ ইয়াবা সহ বিধান নামের একজনকে বোদা থানা পুলিশ গ্রেফতার করেছে।
৯/০৩/২২ তারিখ রাত ১১ঃ২০ ঘটিকার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই মোঃ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ময়দানদিঘী ঈদগাহমাঠ গ্রামে অভিযান পরিচালনা করে ১.শ্রী বিধান চক্রবর্তী (২৫),পিতা-মৃতঃ বিশ্বেষর,সাং-ময়দানদিঘী মোলানীপাড়া,থানা-বোদা জেলা-পঞ্চগড় কে ২০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। উক্ত অভিযান পরিচালনা কালে অপর ০২ জন আসামি ২. মোঃ সোহেল (২৩),পিতা- মোঃ আবু তাহের,সাং- ময়দানদিঘী, ৩. মোঃ সাইদুর রহমান (৩০),পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- তেপুকুরিয়া,উভয় থানা-বোদা, জেলা- পঞ্চগড়দ্বয় কৌশলে পালিয়ে যায়। উক্ত বিষয়ে তিনজন কে আসামী করে বোদা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। এবং পালাতক আসামীদ্বয় গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।