Wed. Mar 29th, 2023

বালাগঞ্জ সদর ইউ,পি’র দ্রুত গেজেট প্রকাশ করে দায়িত্ব গ্রহণের দাব সদস্যদের

এম এ কাদির, বালাগঞ্জঃ
সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ মাস অতিবাহিত গেজেট প্রকাশ না হওয়ার কারণে শপথ কিংবা দায়িত্ব গ্রহন করতে পারেননি নির্বাচিত সদস্যরা।
গত বছরের ১১নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত হয় বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন।
দ্রুত গেজেট প্রকাশ করে শপথ ও দায়িত্ব গ্রহণের দাবি জানিয়ে নির্বাচিত সদস্যরা বৃহস্পতিবার ( ১০মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেছেন । লিখিত আবেদনে সদস্য গণ উল্লেখ করেন নির্বাচন পরবর্তী – ৯০দিনের মধ্যে গেজেট প্রকাশ করে দায়িত্ব হস্তান্তরের নিয়ম থাকলেও নির্বাচন পরবর্তী ৫ মাস অতিবাহিত হয়েছে গেজেট প্রকাশ করা হয়নি। দায়িত্ব গ্রহণে তাদের বিলম্ব হওয়ায় ওয়ার্ডের জনগণ নানাবিধ সমস্যায় রয়েছেন এবং নাগরিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।নির্বাচিত সদস্যদের উপর অর্পিত দায়িত্ব বুুঝিয়ে দেয়ার জন্য তারা প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। লিখিত আবেদনে ইউপি সদস্য আব্দুস শহিদ জাহাদ, ধন মিয়া, তুরণ মিয়া, লিয়াকত আলী, আব্দুল মালেক, আনোয়ার আলী, জয়দ্বীপ দাস, মাহবুবুল আলম তুহিন, মনসুর আহমদ, ছমরুন নেছা, শাহেনা আক্তার ছালমা ও শেফালী আক্তারের স্বাক্ষর করেন। জানা জানাযায়- ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালাগঞ্জ ইউনিয়নের বির্ত্তনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শতভাগ ভোট প্রদান দেখানো হয়েছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ওই কেন্দ্রে মোট ভোটার ২২৬৯, প্রদত্ত ভোট ২২৬৯। আবার প্রদত্ত ভোট থেকে ৬৩৬টি ভোট বাতিল দেখিয়ে ১৬৩৩টি ভোট বৈধ দেখানো হয়েছে। ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবিতে গত বছরের ১৩ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারের নিকট অভিযোগ দেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুনেদ মিয়ার নির্বাচনী প্রধান এজেন্ট হুসাইন আহমদ। লিখিত অভিযোগ দেয়ার পর বিষয়টির সুরাহা না হওয়ায় এখনো গেজেটে প্রকাশ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com