নারী দিবসে নাহার শিমু ও আঞ্জুমান আরা ডেইজী রংধনু, কারা কাকনের ফুল , শুভ বৃষ্টি

সুমন খান:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ,শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ ও ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। একুশে বইমেলাতে তিনটি বই উন্মোচন করেন , নাহার শিমু ,আঞ্জুমান আরা ডেইজী।
নারী দিবসে সাহসী নারী ও করোনা বিষয়ক গল্পগ্রন্থ , নাহার শিমু দুটি কবিতা বই উন্মোচন করেন , কারা কাকনের ফুল, শুভ বৃষ্টি । তার ছোটবোন আঞ্জুমান আরা ডেইজী” রংধনু” একটি বই উন্মোচন করেন।এ মহামারি করোনায় সংগ্রামী নারীদের নাহার শিমু কারা কাকনের ফুল ৯৬টি ও শুভ বৃষ্টি ৯৬ গল্প নিয়ে দিকে আঞ্জুমান আরা ডেইজী” রংধনু ‘ গল্প নিয়ে ৬৪ কি ’ প্রকাশ করেছে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান , গ্রুপ ক্যাপ্টেন ডক্টর ইদ্রিস আলী বাংলাদেশ বিমান বাহিনী ও কেন্দ্রীয় মহাসচিব গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, বাংলা একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন করেছেন নাহার শিমু ও আঞ্জুমান আরা ডেইজী প্রমুখ। কথাশিল্পী কবি নাহার শিমু , আঞ্জুমান আরা ডেইজী বলেন বলেন, নির্মম মহামারি মানুষকে যখন নির্মমতার কষাঘাতে জর্জরিত করেছে, তখন নিজের জীবনের কথা না ভেবে ভাসমান নিরন্ন মানুষদের পাশে স্বাস্থ্যসেবা-খাদ্যসেবা নিয়ে থেকেছি। সেই সুবাদে অতিতের মত বাস্তবতার নিরিখে লিখেছি এই গ্রন্থের গল্পগুলো। সত্য ও নান্দনিকতার ছোঁয়ার এই বইটি নারী দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ পর্যন্ত ৫০% মূল্য ছাড়ে পাওয়া যাবে স্বপ্নালোক-এর গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ । আমাদের প্রত্যেকের জীবন সুখ দুঃখ ও প্রোতভাবে জড়িত, শূন্যতার বেড়াজালের মানুষ কল্পলোকের গড়ে তোলে আপন পৃথিবী। রংধনু , কারা কাকনের ফুল , ও শুভ বৃষ্টি তেমন একটি কাব্যগ্রন্থ যেখানে মানব জীবনের ছোট্ট ছোট্ট চাওয়া রাগ অভিমান ,এর বিভিন্ন ধারা তুলে ধরার চেষ্টা করেছেন কবি নাহার শিমু ও আঞ্জুমান আরা ডেইজী , কাব্যগ্রন্থ টি সবার ভালো লাগবে ।