পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড় সদর উপজেলার সিংরোড সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শ্রী সম্ভু ভুইয়া ( ৪০ ) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৬ এর টহল দল । শনিবার ( ২৯ মে ) রাতে আটককৃত শ্রী সম্ভু ভুইয়া ভারতের হাজারিবাগ জেলার গৌরবপুর এলাকার চন্দন ভূইয়ার ছেলে ।তিনি একজন কৃষক শ্রমিক বলে জানা গেছে। পঞ্চগড় ৫৬ বিজিবি বিওপির সরদার আজিজুর রহমান নায়েক সুবেদার জানান , শনিবার রাতে পঞ্চগড়ের সদর উপজেলার সিংরোড সীমান্তের তারকাঁটার কিছু দূরে রাস্তায় হাটাচলা করতে দেখা জায় শ্রী সম্ভু ভুইয়াকে। এতে সন্দেহ হলে রাস্তায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে। শম্ভু ভূঁইয়া বলেন, আমার বাসা ভারত বিএসএফ আমাকে বাংলাদেশ পার করে দেয়। জানা যায়, সদর উপজেলার সিংরোড সীমান্তে থেকে দুইশ গজ বাংলাদেশের ভেতরে অবৈধ অনুপ্রবেশের দায়ে শনিবার রাতে টহলরত সিংরোড ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে রাত ১২ টার দিকে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে পঞ্চগড় থানায় সোপর্দ করে বিজিবি। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পার্সপোর্ট আইনে মামলা দিয়ে পঞ্চগড় জেল হাজতে পাঠানো হয়েছে।