কোম্পানীগঞ্জে ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারি আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি ঃ
র্যাব ৯ এর অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে ফেন্সিডিল সহ ০১ জন পেশাদার মাদক কারবারি গ্রেফতার।
রোজ বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ ইং তারিখ ২০.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, এর সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ভাটরাই গ্রামস্থ ভাটরাই উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৬ বোতল ফেন্সিডিল জব্দসহ পেশাদার মাদক কারবারি মোঃ আলাউদ্দিন (২২), পিতাঃ মোঃ আব্দুল বারী, সাং- নোয়াগাঁও, থানাঃ কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট’কে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ২৪(ক) ধারা মূলে মামলা দায়ের করে আসামী’কে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করেছে।