মোংলায় বাপা’র করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা কর্মসুচি

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা। মোংলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা কর্মসুচি পালন করা হয়। ২৮ মে শুক্রবার বিকেলে পৌরসভার মেরিন ড্রাইভ রোডে সচেতনতা কর্মসুচি উপলক্ষে র্যালী, মাস্ক-লিফলেট বিতরণ এবং পোস্টারিং-মাইকিং ও স্টিকার লাগানো হয়।
শুক্রবার বিকেল ৫টায় চরকানা মেরিন ড্রাইভ রোডে র্যালী, মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর জাতীয় পরিষদ সদস্য পশুর রিভার ওয়াটারকিপার সাংবাদিক মোঃ নূর আলম শেখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপা নেতা সাংবাদিক হান্নান হাওলাদার, রিয়াজুল আলীম, গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল, প্রজ্ঞা নূর প্রমূখ। র্যালী শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাপা নেতৃবৃন্দ মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য বিধি চলাচল করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। বক্তারা সকল প্রকার দূষণকে প্রতিহত করে নদ-নদী, জলাশয় এবং বনাঞ্চল রক্ষার আহ্বান জানান। করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা কর্মসুচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে দুই শতাধিক মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয়। এছাড়া পোস্টারিং-মাইকিং ও স্টিাকার লাগানো হয়।###