পঞ্চগড় বাজারে উঠছে মৌসুমি ফল নেই ক্রেতা

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড় বাজারে এখন মৌসুমি ফলের দোকানে আম, লিচুর ছড়াছড়ি। অনেক আগেই বাজারে এসেছে তরমুজ, বাঙ্গি। যদিও বিদায়ী রমজান মাস জুড়েই এসব ফলের আধিপত্য ছিল । তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছর অন্যান্য বছরের তুলনায় মৌসুমি ফলের ক্রেতা কম। আবার ফলের দামও কিছুটা চড়া। পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে এমন দেখা যায়। বাজার ঘুরে দেখা যায়, পঞ্চগড় কদম তোলা এলাকায় প্রতি ১০০ পিস লিচু (আকার ও লিচুভেদে) বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। তরমুজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। আম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিভিন্ন এলাকার ভ্যানযোগে আসা অপরিপক্ব আমও বিক্রি করতে দেখা গেছে। এদিকে মৌসুমি ফল হিসেবে লিচু ও আম বাজারে এলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের মাঝে। ক্রেতারা বলছেন, এ বছর ফলের তেমন ফলন না হওয়ায় দাম কিছু টা বেরেছে। আর বিক্রেতারা বলছেন, লকডাউনের কারণে পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে ফলের। তবে লিচুর দাম আরও কমে আসবে বলে জানান ব্যবসাহিরা। লিচু বাজারে আরও আসবে তখন দাম কিছুটা কমে আসবে। পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, এবারে চলতি বছর ৭৫০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লিচুর আবাদ হয়েছে প্রায় ১৯০ হেক্টর জমিতে। এসব মৌসুমি ফল সঠিকভাবে বাজারজাত না করা গেলে চাষিরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি দেশের অধিকাংশ মানুষ সুস্বাদু ও পুষ্টিকর মৌসুমি ফল খাওয়া থেকে বঞ্চিত হবে। তাই মৌসুমি ফল নষ্ট না হয় সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।