প্রজ্ঞাপন জারি: লকডাউন বা বিধি-নিষেধ বাড়লো ৩০ শে মে পর্যন্ত ও গণপরিবহন বা শীতলতায় ১৩ টি শর্ত জারি।

পটুয়াখালী প্রতিনিধি: মোঃ সালাউদ্দিন রুবেল।
করোনা ভাইরাস এর (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের বিধি নিষেধ এর মেয়াদ আরো ৭ দিন অর্থাৎ ২৪ শে মে থেকে ৩০ শে মে পর্যন্ত বাড়ানো হলো আরেক দফা।
তবে স্বাস্থ্যবিধির উপর খেয়াল রেখে, সারাদেশের গণপরিবহন কে শর্ত অনুযায়ী শীতল করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী: স্বাস্থ্যবিধি বা শর্তের উপর ভিত্তি করে আগামীকাল থেকে আন্তঃজেলা বাস, লঞ্চ এবং ট্রেন সহ সবধরনের গণপরিবহন বা যানবাহন কে চলার অনুমতি দেয়া হয়েছে। এবং তার সঙ্গে বিভিন্ন হোটেল রেস্তোরা বা গণপরিবহন এর আসন বা বসার সংখ্যার অর্ধেক মানুষ/ খোলামেলা দূরত্ব বজায় রেখে খেতে বা যাতায়াত করতে পারবে।
এসব শর্তের উপর ভিত্তি করে, বিধি- নিষেধ বা লকডাউন এর মেয়াদ আরেক দফা বাড়িয়ে ২৩/০৫/২১ ইং রোজ: রবিবার থেকে ৩০/০৫/২১ ইং রোজ: রবিবার পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন বা বিধি নিষেধ শর্ত অনুযায়ী জারি করা হয়েছে।
(কোভিড-১৯) সংক্রমণ রোধে, গত ১৪ই এপ্রিল সকাল ছয়টা থেকে আট দিনের কঠোর লকডাউন বা বিধি-নিষেধ শুরু হয়। নতুন লকডাউন বা বিধি-নিষেধ পালনের জন্য ১৩টি শর্ত বা দিক- নির্দেশনা জারি করে দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। পরে চার দফা লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়, সেই সময়ও লকডাউন বা বিধি-নিষেধের শর্তে নানা ধরনের পরিবর্তন আনা হয়। আগের লকডাউন এর মেয়াদ শেষ হবে আজ গভীর বা মধ্য রাতে।