গলাচিপায় পানিতে পড়ে শিশুর মত্যু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি গলাচিপার আমখোলায় পানিতে পড়ে এক শিশুর মত্যু হয়েছে। শুক্রবার (২১ মে) শেষ বিকেলে উপজেলার আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রামে মোঃরিয়াজের মেয়ে মোসাঃ ছামিয়া (২১ মাস) খেলতে গিয়ে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন টের পেয়ে ছামিয়াকে উদ্ধার করে গলাচিপা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মত্যু ঘোষণা করেন।