প্রিয় দেশবাসী ও দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সকল পাঠক, পাঠিকা সবার অবগতির জন্য জানানো

প্রিয় দেশবাসী ও দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সকল পাঠক, পাঠিকা সবার অবগতির জন্য জানানো যাচ্ছেযে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্র। ইতি পূর্বেও ঐ মহলটি আমার উপর হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা চালায় নগরীর ইপিজেডে। পুনরায় ঐ মহলটি আমাকে নিয়ে কুৎসা রটাচ্ছে।
আমাকে নিয়ে তথাকথিত একটি ফেসবুক আইডি থেকে আমাকে হেয় প্রতিপন্ন করার মানষে নানা প্রকার বাজে তথ্যদিয়ে লেখালেখি ও অপপ্রচার চালাচ্ছে। সবাই সজাগ থাকবেন। বহু অন্যায় মাথা পেতে নিয়েছীলাম তোদের এবার তোদের সব অপকর্মের তালীকা আইগত ভাবে জবাব দেওয়া হবে। মনে রাখবে, ধান্না মরিচ ছোট হতে পারে কিন্তুু তেজ খুববেশী। মাঠে নামলে, কিন্তু জবাব দিয়ে আসবো.. তার মানে বিনা কারনে বাধ্য করোনা খেলায় নামতে,পিট যখন দেওয়ালে ঠেকে যাবে। তখন কিন্তু অন্যায়ের জবাব দেওয়া হবে। ভেবোনা আমি হিন্দু একপা ভারতে আর একটা দেশে, কিন্তুু না আমার ২ পাই বাংলাদেশে ….. জয়বাংলার হাতিয়ার গর্জে উঠবে এবার…….!
আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই ও অপরাধীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি আইনে
মামলায়র সকল
প্রস্তুতি গ্রহণ করাহয়েছে খুভ দ্রুত.।।।
শুভেচ্ছান্তে :
সম্পাদক ও প্রকাশক
দৈনিক আজকালের দর্পণ