ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে পিরোজপুরে মানববন্ধন

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ মুসলিমদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে পিরোজপুরে মানববন্ধন হয়েছে। ইহুদীদের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে অব্যাহত মুসলমান হত্যা, গাজায় ব্যাপক গণহত্যা ও শিশু হত্যার প্রতিবাদ জানানো হয়।
শনিবার (১৫ মে) পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুপুর ২ টার দিকে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিএম কলেজের সভাপতি মোঃ জিয়াউল হাসান, পিরোজপুর জেলা সভাপতি মোঃ মশিউর রহমান শেখ, সাধারণ সম্পাদক মোঃ জামিল রায়হান, সহ সমাজসেবা সম্পাদক মোঃ সাব্বির হোসেনসহ যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় বক্তারা জেরুজালেমে মুসলিম নিধন বন্ধ ও মুসলমানদের পক্ষে কথা বলার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং অভুক্ত জেরুজালেম বাসীদেরকে সাহায্য পাঠাবার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়।এ ছাড়াও বক্তারা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুলোকে মুসলমানদের পক্ষে জনমত গঠনের জন্য বেশি বেশি প্রচারনা চালানোর আহবান জানানো হয়।