কয়রা। খুলনার কয়রার আমাদী বাজারে মেয়াদ উত্তীর্ণ খাবার অনুপোযোগী আইসক্রিম বাজারজাতকারী কে মোবাইল কোর্টে জরিমানা।

কয়রা সংবাদদাতা মোক্তার হোসেন।খুলনার কয়রা উপজেলার আমাদী বাজারে গতকাল সকাল ১০ টায় আইসক্রিমে ক্ষতিকর রং মিশিয়ে ভেজাল আইসক্রিম বিক্রি করছিলেন আশিক সুপার আইসক্রিম বাজারজাতকারী মোঃ আজিজুল সরদার।
বাজারজাতকারী ঢাকার একটি কারখানার লেবেল লাগিয়ে বাজারে অবৈধভাবে আইসক্রিম বিক্রি করে আসছিলেন । অন্যের মোড়ক ব্যবহার করা,পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মূল্য লেখা না থাকায় এবং প্রস্তুতকারকের ঠিকানা না থাকার কারণে কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে আশিক সুপার আইসক্রিমের বাজারজাতকারী মোঃ আজিজুল সরদারকে এক হাজার জরিমানার টাকা আদায় করা হয়।
শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর খাবার অনুপোযোগী আইসক্রিম আইস বার জব্দ করে কপোতাক্ষ নদীতে ফেলে দেওয়া হয়।এ সময় প্রসিকিউশন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নারায়ন রায় এবং স্থানীয় জনসাধারণ পুলিশ ও আমাদি বাজার কমিটির নেতৃবৃন্দ।কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস অবৈধ ঠিকানা বিহীন মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ জানান।