তরফাদার মামুন মৌলভীবাজার থেকে। ১২.০৫.২১ সাংবাদিক তরফদার মামুন এর জন্মদিন উপলক্ষে ইফতার পার্টির আয়োজনঃ

বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির (বিইউজেএস) কেন্দ্রীয় ত্রান বিষয়ক সম্পাদক
সাংবাদিক তরফদার মামুন এর জন্ম দিন উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয় মৌলভীবাজার পানসী রেস্টুরেন্টে।
উক্ত ইফতার পার্টিতে জেলার অনেক ব্যাবসায়ী সরকারি চাকুরী জিবি প্রশাসনের গন্য মান্য ব্যাক্তি বর্গ ও অংশ গ্রহণ করেন।
জন্মদিন অনুষ্ঠান উপলক্ষে বন্ধু বর্গ এবং ছোট ভাই সবাইকে নিয়ে এই ইফতার পার্টি এবং কেক কাটার আয়োজন হয়। এবং তারি সাথে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত মৌলভীবাজার সদর ট্রাফিক এর সার্জেন্ট রাহনামায়ে (রুহান) সার্জেন্ট কুতুবউদ্দিন (মাছুম)মৌলভীবাজার শেরপুর পুলিশ ফাড়ি ইনচার্জ মোঃইফতেখার ইফতি,
মৌলভীবাজার সোনার বাংলা ট্রেভেলস এর সত্তাধারী মোঃতারেক আলী,এবং এস আর প্লাজার ব্যবসায়ী তরী টেলিকম এর সত্তাধারী বুরহানুদ্দীন রুপক,এবং সিয়াম টিলিকম এর সত্তাধারী আবুল কালাম,
আরও উপস্থিত চিলেন ইউটিউব চ্যালেন অনুষ্ঠান টিভির চেয়ারম্যান শেখ তুফায়েল আহমদ,এবং উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনের অনেক,পাবলু আহমদ আবু বক্কর,বকুল আহমদ,মোঃ রাফি আহমেদ,মোঃ রিপন আহমেদ, মোঃআয়ান আহমদ প্রমুখ,
বন্ধুত্ব শব্দের মধ্যে লুকায়িত আছে এক গভীর আন্তরিকতা। যেই আন্তরিকতার কোন ইতি নাই। আর এই গভীর আন্তরিকতা আজীবন অটুট থাক আমার আর তোমাদের মধ্যে বন্ধু।