কয়রা। কয়রায় র্যাব ৮ বরিশালের উদ্যোগে ১৮জন বনদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

কয়রা সংবাদদাতা মোক্তার হোসেন।কয়রা উপজেলার ১৮জন আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র্যাব ৮ বরিশালের উদ্যোগে নগদ আর্থিক সহায়তা ও ঈদ পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবরিশালের অ্যাডজুটেন্ট মোঃ রবিউল ইসলাম সাহেব।অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক আত্মসমর্পণকারী বনদস্যুদের ও জলদস্যুদের পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী তুলে দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জলদস্যুদের পূনবাসনের জন্য আমরা সহযোগিতার জন্য চেষ্টা করছি তাদের স্বাবলম্বী হওয়ার জন্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যাবের এস আই মোঃ জাকির হোসেন এস আই তুষার কান্তি মাহাতো ও কর্পোরেট মোঃ জাকির হোসেন।অনুষ্ঠানের এক পর্যায়ে র্যাব প্রধান বলেন, আত্নসমর্পণকারী বনদস্যুরা পূনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন-যাপন করছেন।তিনি তার ও জানান সরকারের পক্ষ থেকে তাদের গুরুতর অপরাধ ছাড়া অন্যান্য মামলা সহানুভূতির সঙ্গে বিবেচনাধীন রয়েছে।এ ছাড়া র্যাব ফর্সেস ডিজির পক্ষ থেকে বনদস্যু ও জলদস্যুদের বিশেষ প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সুবিধা সহ আর্থিক সহায়তার জন্য ভূমিকা রাখা হয়েছে বলে তিনি জানান।