প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ’র ঈদ শুভেচ্ছা।

বার্তা সম্পাদক :: মোঃ ছাদিকুর রহমান, দৈনিক মানবাধিকার সংবাদ। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, সিলেট ৪ আসনের বারবার নির্বাচিত সাংসদ সদস্য, জননেতা মোঃ ইমরান আহমদ এমপি।
জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলাবাসী সহ দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে তাহার অফিসিয়াল ফেসবুক পেইজ Imran Ahmed Sylhet 4 এ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান ।
ইমরান আহমেদ বলেন , ঈদ মানে হাসি-খুশি। ঈদ মানে আনন্দ-উল্লাস।ঈদ মানে ধনী-গরীবের একাকার মেলামেশা।
কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদ হবে একটু ভিন্ন আঙ্গিকে।
ঈদ শুভ বার্তা নিয়ে আসুক সবার জীবনে, ছড়িয়ে দিক রহমতের আলো।
এ প্রত্যাশায় আমার প্রিয় জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলাবাসীসহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।