কয়রা। খুলনা কয়রা উপজেলার বন্ধন (২০০১)এর উদ্যোগে বাগালি ইউনিয়নে ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

কয়রা সংবাদদাতা মোক্তার হোসেন।কয়রা উপজেলার ২ নং ইউনিয়নের বাঁশখালী হাইস্কুলে চত্বরে বন্ধন ২০০১ প্রবাসী ভাইদের সহযোগিতায় গরীব দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বন্ধন ২০০১ এর সভাপতি নিখিল চন্দ্র মন্ডল এর উপস্থিতিতে ঈদের অনাবিল আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছেন আব্দুল্লাহ আল যুবায়ের।অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের জিয়াদ আলি মোড়ল বলেন ,করোনাকালীন সময়ে কর্মহীন মানুষ অসহায় হয়ে পড়ে উপার্জন করতে পারে না ।এমনি মুহূর্তে বন্ধন ২০০১ সকল সদস্যদের সর্বাত্মক এবং প্রবাসী ভাইদের ,
সহযোগিতায় অসহায় কর্মহীন দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের একমাত্র অঙ্গীকার।অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন যারা ঈদের দিনে আনন্দহীন ভাবে কাটায় তাদের সর্বাত্মক সহযোগিতা এবং তাদের পাশে বন্ধন ২০০১ সংগঠন দাঁড়াতে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী ওমর ফারুক হোসেন গাজী ,দেবদূত রায় ,,অনিমেষ মন্ডল ,তুহিন ,সৌমেন ,ললিতা আরো অনেক সদস্যবৃন্দ।