মাসিক সুরমা দর্পণ পত্রিকার ‘মে’ সংখ্যার মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল সম্পন্ন ।

এস এম ফাহিম, দক্ষিণ সুরমা (সিলেট) ।
সিলেটের বহুল পরিচিত “মাসিক সুরমা দর্পণ” পত্রিকার ‘মে’ মাসের সংখ্যার মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
৮ মে শনিবার বিকেল ৫ ঘটিকার সময় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রাখালগঞ্জ বাজারে মাষ্টার প্লাজায় “মাসিক সুরমা দর্পণ” পত্রিকার উপদেষ্টা জাহাঙ্গীর আলম সামি’র সভাপতিত্বে এবং “মাসিক সুরমা দর্পণ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল আহমেদ এর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়। শুরুতে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাদিক আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন “মাসিক সুরমা দর্পণ পত্রিকার সহ-সম্পাদক সাহেদ আহমদ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট লিডিং ইউনিভার্সিটির লেকচারার বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আবুল কালাম আজাদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণদাবি পরিষদ দক্ষিণ সুরমার সভাপতি ” মাসিক সুরমা দর্পণ” পত্রিকার উপদেষ্টা আলহাজ্ব মিজানুর রহমান মিজান আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কামাল আহমদ । নূর উদ্দিন, হাফিজ পাবেল আহমদ ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, নির্বাহি সম্পাদক সাজ্জাদ সাদি, ব্যাবস্থাপনা সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক এম এ সামাদ, স্টাফ রিপোর্টার এস এম ফাহিম, নির্বাহি সদস্য, শেখ সাদিক হুসাইন, পাবেল আহমদ, .শহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষিণ সুরমার হারানো ইতিহাস-ঐতিহ্য পুনরুদ্ধারে ভুমিকা রাখবে মাসিক সুরমা দর্পণ । তিনি আরো বলেন পত্রিকাকে সার্বজনীন ও নিরেপক্ষ রাখতে হবে ।
অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।