স্বাস্থ্যবিধি না মানায়, পঞ্চগড় বাজারে বেশ কয়েকটি দোকানে ২৯৫০ টাকা জরিমানা

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি কার্যকর এবং বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার ( ৪ মে ) সকাল থেকে বিকেল পর্যন্ত। বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান । জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো: নাজমুল ইসলাম, এ অভিযান চালান । অভিযানে মাস্ক না পরা, বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে পণ্য বিক্রিসহ নানা অপরাধে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। করোনা মোকাবিলায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ২৯৫০ টাকা জরিমানা করেছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো: নাজমুল ইসলাম । তিনি জানান, আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সচেতনতামূলক প্রচারের তোয়াক্কা করছেন না সাধারণ মানুষ। তাই পঞ্চগড় বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি না মেনে প্রকাশ্যে মাস্ক বিহীন ঘুরাঘুরি ও প্রশাসনের আদেশ অমান্য করার অপরাধে ৩ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ২৯৫০ টাকা জরিমানা করা হয়েছে ।