মানবতার ফেরিওয়ালা অসহায় মানুষের বন্ধু মো ইমতিয়াজ কামরান তালুকদার

মো. সাহেদুজ্জামান, সিলেট::
একজন মানবতার সৈনিক গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের বন্ধু।সেই মানবতার ফেরিওয়ালা তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক মো ইমতিয়াজ কামরান তালুকদার।মানবসেবায় পরম ধর্ম’ এই বিশ্বাস নিয়ে আপন গতিতে করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হার না মানা এক তরুণ।যিনি মহামারি করোনা ভাইরাসের এই সংকট কালে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন কর্মহীন অসহায় পরিবারের মাঝে। বলছি অদম্য তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী মো ইমতিয়াজ কামরান তালুকদার এর কথা। দেশে করোনা সংক্রমণের পর লকডাউন শুরু হলে কর্মহীন হয়ে পড়েন নানা শ্রেণি-পেশার মানুষ। এতে করে অনেকের ঘরেই খাদ্য সংকট দেখা যায়।
সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান,খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ প্রদান,নিজ হাতে রান্না করে খাবার বিতরণ,
লিফলেট বিতরণ,রমজানে উপহার সামগ্রী বিতরণ,চা শ্রমিকদের উপহার সামগ্রী বিতরণ,ইফতার বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করেছেন।নিজের আশেপাশের অসহায় মানুষদের কথা ভেবে তাদের সাহায্যে কিছু একটা করার চিন্তা করেন।যেমন চিন্তা তেমন কাজ,আর সেই অনুযায়ী উদ্যোগ গ্রহণ করেন আর্থিক অনুদানের ব্যবস্থা করে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তবে শুরুটা তেমন সুখকর ছিল না।লকডাউন শুরুর পর আমার আশেপাশে অনেককেই দেখেছি অসহায়দের পাশে দাঁড়াতে।সেই চিন্তা থেকেই আমারও এই উদ্যোগ গ্রহণ করা। তারপর সেই শুরু থেকে এখন পর্যন্ত আমি গরীব অসহায় পরিবারের মাঝে অর্থ ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছি।