রাজশাহীতে কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

সম্পাদক, আজির উদ্দিন সেলিম, দৈনিক মানবাধিকার সংবাদ।
রাজশাহী, ১৫ বৈশাখ (২৮ এপ্রিল) :
রাজশাহী রিভারভিউ কালেক্টরেট স্কুল মাঠে আজ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জেলার ৯টি উপজেলায় ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা প্রশাসনের আয়োজনে আজ ২০০টি অসহায়, দুঃস্থ ব্যক্তি ও পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।