কয়রা। কয়রার একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স যার চাহিদা অনুযায়ী উন্নত চিকিৎসার সেবা থেকে বঞ্চিত।

কয়রা সংবাদদাতা মোক্তার হোসেন।কয়রা উপজেলার একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স যাহা সুন্দরবন সংলগ্ন এলাকায় অবস্থিত।এই উপজেলাটি সিডর,আয়েলা,ও আমফানের মত আঘাতে খ্যতি গ্রস্ত এলাকায়, অবস্থিত।।প্রায় ৩থেকে ৪ লক্ষ অধিবাসীদের বসবাস এই উপজেলা টিতে। পাশ্ববর্তী উপজেলা পাইকগাছায় ও ততোধিক জনসাধারণের বসবাস।কয়রা স্বাস্হ্য কমপ্লেক্সে থেকে সবাই চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন বলে জানান উপজেলাবাসিরা। তাঁরা জানান, চাহিদা অনুযায়ী উন্নত চিকিৎসার সেবা থেকে তারা বঞ্চিত।কারন এখানে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের স্থান ও আই সি ইউ এবং আধুনিক যন্ত্র পাতি স্হাপন না করাতে রুগীদের উন্নত চিকিৎসার সেবা প্রদান করা সম্ভব হয়ে ওঠে না।চরম দুর্ভোগে পড়েন সেবা গ্রহণকারী রুগীরা।আধুনিক যন্ত্র পাতি স্হাপন করা হলে রুগীদের দূর্ভোগ কমত এবং অবহেলিত মানুষের চিকিৎসা সেবা প্রদান করা উন্নত হত বলে জানান সরকারি চিকিৎসকরা।একজন চিকিৎসক প্রতিনিধিকে জানান, অনেক রুগী আছেন, তাদের হাইফলো অক্সিজেন, সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ,আই সি ইউ, ভেন্টিলেটরের মাধ্যমে চিকিৎসার প্রয়োজন হয়, কিন্তু তার সুবিধা থেকে রুগীরা বঞ্চিত।যার কারণে তাদেরকে নিয়ে যেতে হয় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত খুলনা বিভাগের ২৫০শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে।এমতাবস্থায় প্রতিমধ্যে অনেক রুগী মৃত্যুর মুখে পতিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গরীব মেহনতি কয়রা পাইকগাছার অবহেলিত মানুষের দাবী অচিরেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি করে, এবং উন্নত চিকিৎসার উপকরণ স্হাপন করে,চিকিৎসা সেবার দূর্ভোগ পোহানোর হাত থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দৃষ্টি আকর্ষণ করতে প্রতিনিধিকে জানান।উপজেলাবাসী এবং সর্বস্তরের মানুষের সঙ্গে আলোচনা করতে যেয়ে, তারা জানান, কয়রা পাইকগাছার নয়ন মনি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর সার্বিক সহযোগিতার জন্য দৃষ্টি আকর্ষণ করতে সবিনয় অনুরোধ জানান উপজেলাবাসী।