খুলনায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন ৭৬ হাজার ছয়শত ৪৯ জন

সম্পাদক, আজির উদ্দিন সেলিম, দৈনিক মানবাধিকার সংবাদ।
খুলনা, ১৩ বৈশাখ (২৬ এপ্রিল):
খুলনা জেলায় আজ (সোমবার) এ পর্যন্ত ৭৬ হাজার ছয়শত ৪৯ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ভোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৪৮ হাজার ছয়শত ৩৭ এবং মহিলা ২৮ হাজার ১২ জন।
আজ মোট পাঁচ হাজার একশত ৬৪ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার তিনশত ২৩ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার আটশত ৪১ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ সাতশত ৩২ জন, বটিয়াঘাটায় চারশত নয় জন, দিঘলিয়া দুইশত ৪৯ জন, ডুমুরিয়া চারশত ৯০ জন, ফুলতলা একশত জন, কয়রা দুইশত ৮১ জন, পাইকগাছা তিনশত ৪০ জন, রূপসা দুইশত জন এবং তেরখাদায় ৪০ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার নয়শত ৮৮ এবং মহিলা দুই হাজার একশত ৭৬ জন।
খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
=০০০=