পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৫টি পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা প্রশাসক অফিস চত্বরে সদর উপজেলার ৫৫টি পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। রোববার (২৫ এপ্রিল) এই কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের সহায়তায় খাদ্যপণ্য বিতরণে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা নভেন্দু নারায়ণ চৌধুরী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন বলেন, পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে জেলার পাঁচ উপজেলায় এই মানবিক সহায়তা কর্মসূচি চালু করা হলো। এই কর্মসূচির আওয়ায় দুস্থ ও গরিব পরিবারকে মানবিক সহায়তার প্যাকেট দেয়া হচ্ছে। প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি করে চাল, চিনি ও লবণ এক কেজি করে, আলু দুই কেজি, ডাল ও সেমাই পাঁচশ গ্রাম এবং তেল রয়েছে।