পিরোজপুরে রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদের আঞ্চলিক কমিটি গঠন

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদ,পিরোজপুর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।
রূপালী ব্যাংক লিমিটেড, হুলারহাট শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানকে সভাপতি ও পুটিয়াখালি বন্দর শাখার ব্যবস্থাপক সৈয়দ আরিফুর রহমানকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃসুজাত আলী (জাকারিয়া) ও সাধারন সম্পাদক আল্লামা ইকবাল রানা।
কমিটিতে অন্যরা হচ্ছেন কার্যকরী সভাপতি-শাহরিয়ার হোসেন, সহ-সভাপতি- মোঃ মামুনুর রশীদ, সহ-সভাপতি- মোঃ মাহমুদুল হোসাইন, সহ-সভাপতি-মোঃ এস এম রকিবুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক- মোঃ নাঈম আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক- মিহির দাস, যুগ্ম সাধারন সম্পাদক- খাইরুন জাহান, সহ সাধারন সম্পাদক- মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- এ এস এম সোলায়মান, কোষাধ্যক্ষ- বিপব মন্ডল, কার্যালয় সম্পাদক- বিকাশ চন্দ্র সিকদার, প্রচার সম্পাদক- মোঃ মাইনুল হক মিতুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আলী হায়দার, ক্রীড়া সম্পাদক- অভিষেক ঘরামী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আজিজুল হক, মহিলা বিষয়ক সম্পাদক- জেরিন নিপা, নির্বাহী সদস্য- মোঃ আফজাল হোসেন, নির্বাহী সদস্য-মোঃ হাফিজুর রহমান, নির্বাহী সদস্য-আঃ সবুর হাওলাদার।
সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, রূপালী ব্যাংক লিমিটেড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে নিবেদিত একটি লাল সবুজ ব্যাংক। নতুন প্রজন্মের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়া লক্ষ্যে নবগঠিত কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। তিনি আরও বলেন, শীঘ্রই পিরোজপুর অঞ্চলের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।