শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা জমশেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট রূপনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা জমশেদ আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ…….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার সকালে রূপনগর আমবাগানে নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রূপনগর কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, বীরমুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা জানাযায় অংশ নেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।