কয়রা, খুলনায় জেলা কার্যালয় কর্তৃক তদরকিমূলক অভিযান শুরু।

কয়রা খুলনা প্রতিনিধি মোক্তার হোসেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে খুলনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও তদরকি অভিযান পরিচালনা করেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম।তিনি জানান জনসাধারণের সুবিধার্থে এই অভিযান অব্যাহত থাকবে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনকারী ২ টি প্রতিষ্ঠানকে ১২০০০ টাকা করে জরিমানা করেন বলে জানান।টি,সি,বির বিক্রয় কার্যক্রম তদারকি সহ ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতনতা করতে মহল্লায় মহল্লায় মাইকিং করা লিফলেট বিতরণ করা এবং তাদের মাঝে মাস্ক বিতরণ করেন বলে জানান।
তদরকি অভিযান টির সার্বিক সহযোগিতা করেন এপি বিএন খুলনা।মোঃ মোক্তার হোসেন। কয়রা খুলনা প্রতিনিধি।