পঞ্চগড় করতোয়া নদীতে, গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় করতোয়া নদীতে গোসল করতে নেমে শ্রী রাহুল চন্দ্র বণিক ( ১৩ ) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । সোমবার ( ১৯ এপ্রিল ) দুপুরে তুলার ডাঙ্গা করতোয় নদীতে এ ঘটনাটি ঘটে। রাহুল চন্দ্র বণিক পঞ্চগড় পৌর এলাকার রাজনগর বানিয়াপাড়া এলাকার অরুণ চন্দ্র বণিক এর ছেলে । এবং পঞ্চগড় মেবিক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র । পরিবার ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে । তার দাদার ছেলে বর্ষ বণিক ( ১৪ ) ও অন্তর বনিক (১৫ ) কে নিয়ে রাহুল চন্দ্র বণিক করতোয়া নদীতে গোসল করতে গেছে । গোসল করার সময় হঠাৎ করে নদীর ১০ থেকে ১২ ফিট গভীরে তলিয়ে যায় তিনজনেই । নদীতে পাথর শ্রমিকরা দ্রুত তাদেরকে উদ্ধার করে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক রাহুল চন্দ্র বণিক কে মৃত ঘোষণা করেন । জানা যায় পঞ্চগড় করতোয়া নদীতে ড্রিজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা সৃষ্টি হয়েছে । এতে নদীর মাঝখানে হয়েছে উঁচু-নিচু কোথাও এমনও গভীরতা । এতে মরণ ফাঁদে পরিণত হয়েছে করতোয়া নদী । এ বিষয়ে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । এবং বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।