শিবগঞ্জে সাংসদ ডা. শিমুলের রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া

সুজন আলী ,(চাঁপাইনবাবগঞ্জ জেলা ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের রোগমুক্তি কামনায় স্বাস্থ্যবিধি মেনে কোরআনখানি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার ব্রাইট স্টার কিন্ডার গার্ডেন প্রাঙ্গণে স্বল্প পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করেন রবিউল ইসলাম। ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন, সমাজসেবক সোহেল আহমেদ পলাশ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও সাংবাদিক কামাল হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, প্রাণঘাতী করোনা মহামারি সংক্রমণ থেকে রক্ষায় মহান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হলেই পাপমুক্ত জীবনের দিকে ফিরে আসা সম্ভব হবে। বক্তারা আরও বলেন, আমাদের চারপাশে অনেক প্রিয়জনকে আমরা হারাচ্ছি। এটা থেকে শিক্ষা নিয়েও পরকালীন জীবনের সফলতা লাভের জন্য সাধনা চালিয়ে যেতে হবে। হিংসা-বিদ্বেষ, মানুষকে ধোঁকা দেয়া ও প্রতারণাসহ যাবতীয় পাপাচার থেকে আমাদের ফিরে আসতে হবে। পাশাপাশি সাংসদের সুস্থতা ও রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান বক্তারা।
এর আগে বাদ জোহর লাগাদপাড়া জামে মসজিদে কোরআনখানি অনুষ্ঠিত হয়। শেষে সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।