বালাগঞ্জ সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে সংবাদিক সম্মেলন

এম এ কাদির, বালাগঞ্জ ঃ
সিলেটের বালাগঞ্জ উপজেলার
সদ্য ঘোষিত ছাত্রলীগের ৫ টি ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে তৃর্ণমূল ছাত্রলীগের ব্যানারে সংবাদিক সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগের একাংশ নেতা-কর্মী।
তাদের অভিযোগ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরন না করে, ত্যাগী ও প্রকৃত ছাত্র ও ছাত্রলীগ কর্মীদের বাদ দিয়ে, অনুপ্রবেশকারি, ছাত্রদল, ছাত্র শিবির, হেফাজতে ইসলাম অনুসারী, মন্দির ভাঙ্গাসহ বিভিন্ন মামলার আসামী, বিবাহিত, অতীতে কেন্দ্রীয় কোন কর্মসূচি পালনে যাদের অংশ গ্রহন চিল না,তাদের অন্তর্ভুক্ত করে বালাগঞ্জ উপজেল ছাত্রলীগের ৫ টি ইউনিয়নে পকেট কমিটি ঘোষনা করা হয়েছে।
শনিবার বিকেলে
উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীর উপস্থিতিতে স্থানীয় মোরার বাজারে মারহাবা এন্টারপ্রাইজের সামনের মাঠে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা, দেওয়ান বাজার ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি গত সংসদ নির্বাচনে দেওয়ান বাজার ইউনিয়নের পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক শিহাবুল ইসলাম অনিক।সম্মেলনে বক্তব্যের সাথে সহমত পোষন করে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা জেবলু আহমদ। ঘোষিত বিতর্কিত কমিটি থেকে পদত্যাগের ঘোষনা দেন দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, পশ্চিম গৌরিপুর ইউনিয়ন ছাত্রলীগের
যুগ্ন সাধারণ সম্পাদক।
অনিক তার বক্তব্যে আরো জানান চার ব্যাক্তির মধ্যে সীমাবদ্ধ বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে ৪ বছর আগে বিলুপ্ত কমিটির সভাপতি সহসভাপতি বিবাহিত সভাপতি, সাধারন সম্পাদক সরকার ও আওয়ামিলীগ বিরোধী হেফাজতের চলমান তান্ডবের মধ্যে নিরবতা পালন করছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ও ফেসবুকে ও তাদের কোন ভূমিকা নেই।তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে।দ্রুত বিতর্কিত ছাত্রলীগের কমিটি গুলো বাতিল করে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের অতীত ঐতিহ্য রক্ষায় সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে তৃণমূলে ত্যাগী পরীক্ষীত যোগ্য ও প্রকৃত ছাত্রদের অন্তর্ভুক্ত করে ছাত্রলীগের কমিটি ঘোষনার দাবী জানান।