পঞ্চগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ইয়াবাসহ মোশারফ হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (১০ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ করতোয়া সেতুর পশ্চিম পাড়ের বাজারে মোশারফকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পঞ্চগড় ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৪০ হাজার টাকা পরে দেবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত মোশারফ বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের খয়েরপুর এলাকার জাহাঙ্গীর আলম ডিপজলের ছেলে।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোশারফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।