বিদায় হাসান শাহরিয়ার ভাই……. ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

মোঃ শরীফুল ইসলাম
সিনিয়র প্রতিনিধি, সিলেট ।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনামগঞ্জের কৃতি সন্তান জনাব হাসান শাহরিয়ার করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।
তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গতরাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধনীর ইমপালস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি জাতীয় প্রেস ক্লাব ও কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সিলেট বিভাগ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ছিলেন। পরম করুনাময় আল্লাহ উনাকে জান্নাত দান করুন। তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।