পঞ্চগড়ে ছোটভাইএর হাতে বড়ভাই খুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছোটভাইর হাতে বড়ভাই খুন হয়েছে। মঙ্গলবার (০৬ এপ্রিল) গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি লালগছ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রবিউল আলমকে (৪২) হত্যার অভিযোগ উঠেছে ছোটভাই ফিরোজ হোসেনের বিরুদ্ধে । তাদের বাড়িতেই এ ঘটনা ঘটে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে ছোটভাই ফিরোজ হোসেন পলাতক। পুলিশ, ও পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত রবিউল আলম অভিযুক্ত ফিরোজ হোসেনের বড়ভাই। তারা বুড়াবুড়ি লালগছ এলাকার সারাফত আলীর ছেলে। অভিযুক্ত ফিরোজ হোসেন কয়েক দিন আগে একটি ধারালো ছুরি কিনে বাড়িতে আনেন। রবিউল আলম মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের ইসলাম বাগের বাড়ি থেকে গ্রামের বাড়ি লালগছে যান। রাতে রবিউল ও তার ছোট ভাই ফিরোজের মধ্যে অজ্ঞাত কারণে ঝগড়া শুরু হয়। এ সময় ছোটভাই ফিরোজ জমি নিয়ে বিরোধের জেরে বড়ভাইকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। রবিউলের চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এলে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড়ভাই রবিউলের মৃত্যু হয়েছে। তবে পোস্টমর্টেম ও তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। ঘটনার পর থেকে ছোটভাই ফিরোজ পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।