ফুল কুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার চামিলি আসরে নির্বাচন সম্পন্ন

৬ এপ্রিল। মঙ্গলবার। খুলনা কয়রা প্রতিনিধি। মোক্তার হোসেন।ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার চামিলি আসরে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে তথ্য সুত্র মোতাবেক জানা গেছে।নির্বাচনে সাকিব-আল-হাসান পরিচালক নির্বাচিত হয়েছে।তামিম ইকবাল সহকারি পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন বলে প্রতিনিধিকে জানান।আসর পরিচালক নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার পরিচালক জনাব মাহমুদুল হাসান। সহকারী পরিচালক রিফাত আওয়াল এবং তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন ফুয়াদ আব্দুল্লাহ প্রমুখ।