পঞ্চগড়ে মাদকের টাকা না পেয়ে, ছেলের হাতে মায়ের খুন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে মায়ের কাছে মাদকের টাকা না পেয়ে, তার মাদকাসক্ত ছেলে শহিদুল ইসলাম (৩৫) নামের এই যুবক তার মা জয়তুন বেগম (৫০) কে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে । শনিবার (৩ এপ্রিল) দুপুরে শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকার আব্দুল মজিদের ছেলে শহিদুল ইসলাম (৩৫) এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। মাদকের টাকা না পেয়ে প্রায় সে বাবা-মাসহ পরিবারের সদস্যদের মারধর করতেন। তার এধরনের আচরণে স্ত্রী বাবার বাড়ি চলে যান। কয়েক মাস আগে পরিবারের লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। জেল থেকে বের হয় সে আবারও বাসায় অত্যাচার শুরু করে। শনিবার (৩ এপ্রিল) দুপরে চিৎকার শুনে প্রতিবেশীরা বাড়ির টিউবওয়েলের পাশে রক্তাক্ত জয়তুন বেগমের মরদেহ দেখতে পান। মাকে এ অবস্থায় রেখে পালিয়ে যান মাদকাসক্ত ছেলে শহিদুল ইসলাম। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শফিকুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হতে পারে।’ তিনি আরও বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে।’