অপহরণ মামলায় সাংবাদিক তানভীর কারাগারে

নিজস্ব প্রতিবেদক: অপহরণ মামলায় সাংবাদিক তানভীর তালুকদারকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলছাত্রী অপহরণের একটি মামলায় সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তানভীরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অপহরণ মামলায় বুধবার রাতে তানভীরকে তার বাসা থেকে গ্রেফতার কোতোয়ালী থানা পুলিশ। জানা যায়, গত সোমবার (১০ ডিসেম্বর) নগরীর শিবগঞ্জ সোনারপাড়া থেকে নিখোঁজ হয় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী রাবেয়া বেগম । এই ঘটনায় ঐ স্কুল ছাত্রীর পিতা আব্দুল হাকিম মঙ্গলবার কোতোয়ালী থানায় সাংবাদিক তানভীর সহ ৭ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং- ১২। তারিখ: ১১/১২/২০১৮ ইং। মামলার আসামীর হলেন: ১। সবুজ মিয়া, ২। আরিফ আহমদ, ৩। তানভীর তালুকদার, ৪। আব্দুর রকিব, ৫। আতিক সামি, ৬। জুবায়ের আহমদ ও ৭। আবু বকর। তাৎক্ষনিকভাবে সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তানভীরের আইনজীবী আব্দুল মুকতি অপি বলেন, একটি ষড়যন্ত্রমুলক মামলায় পুলিশ তানভীরকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে আমি জামিনের জন্য সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছিলাম। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। তাই আমরা জেলা ও দায়রা জজ আদালতে তানভীর জামিন আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছি।